ঢাকা: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের অন্তত দেড়শ জঙ্গি নিহত হয়েছে। তাদের কবল থেকে উদ্ধার করা হয়েছে ৩৬ শিশু ও নারী জিম্মিকে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উত্তর-পূর্বাঞ্চলের মাদাগালি ও গোবোযা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ছিল স্থানীয় জঙ্গিবিরোধী ‘আত্মরক্ষা বাহিনী’। ওই বাহিনীর বরাত দিয়ে বুধবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।
‘আত্মরক্ষা বাহিনী’র যোদ্ধা বুকার জিমেতা জানান, তাদের যৌথ অভিযানে অন্তত দেড়শ’ জঙ্গি নিহত হয়েছে। অভিযান এলাকা থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরকসহ সরঞ্জামাদি।
অভিযান শেষে বোকো হারামের কবলে থাকা ৩৬ শিশু ও নারী জিম্মিকে উদ্ধার করা হয় বলেও জানান জিমেতা।
বোকো হারামের উত্থানের ছয় বছরে তাদের হাতে প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে এবার সন্ত্রাসী গোষ্ঠীটিকে নির্মূলে চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে নাইজেরিয়ার সরকার। সম্প্রতি সব নিরাপত্তা বাহিনীকে মিলিয়ে যৌথ অভিযান শুরু করেছে প্রশাসন। এই অবস্থায় বোকো হারাম আগের চেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছে। এরইমধ্যে মঙ্গলবার সরকারের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ০৭০৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এইচএ/