ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দামেস্কে বোমা হামলায় নিহত অন্তত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
দামেস্কে বোমা হামলায় নিহত অন্তত ৪৫ ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার রাজধানী দামেস্কের একটি বাজারে বোমা হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক।



শুক্রবার (৩০ অক্টোবর) দামেস্কের একটি শহরতলি দুমায় এ হামলার ঘটনাটি ঘটে। ভিয়েনায় সিরিয়া সংকট নিরসনে একটি রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে বিশ্বশক্তিগুলোর আলোচনা চলাকালেই ঘটনাটি ঘটলো।

দেশটিতে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ দাবি করেছে, সিরিয়ার সেনাবাহিনীই এ রকেট হামলা চালিয়েছে।

দুমায় সিরীয় সিভিল ডিফেন্সের এক কর্মকর্তাও আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিমান হামলায় হতাহতের এ ঘটনাটি ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫/আপডেট: ১৬১৫ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।