ঢাকা: বিয়ের দশ মাস পার না হতেই বিচ্ছেদের সুর বেজে উঠেছে পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি খেলোয়াড় ও দেশটির বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান ও তার স্ত্রী রেহাম খানের সংসারে।
ইমরান খানের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিবৃতিতে পিটিআইয়ের মুখপাত্র নাঈম-উল হক শুক্রবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।
ছবি: সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের সঙ্গে ইমরান খান
বিবৃতিতে নাঈম-উল হক বলেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই ইমরান খান ও রেহাম খান বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
এই দম্পতি চলতি বছরের জানুয়ারি মাসে ইমরান খানের বাসাতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
এর আগে ১৯৯৫ সালে পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার ব্রিটিশ সাংবাদিক ও সমাজকর্মী জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন। কিন্তু সে সংসারও টেকেনি ইমরানের। ২০০৪ সালে বিচ্ছেদ হয় এ জুটির। এ সংসারে ইমরানের দু’টি সন্তান রয়েছে।
ছবি: সাবেক স্বামী ডাক্তার ইজাজ রেহমানের সঙ্গে রেহাম খান
অপরদিকে, রেহাম খানও দ্বিতীয় বিয়ের সূত্রে ইমরান খানের সংসারে আসেন। তার সাবেক স্বামীর নাম ডাক্তার ইজাজ রেহমান। এই সংসারে রেহামের তিনটি সন্তান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘন্টা, অক্টোবর ৩০, ২০১৫/আপডেট: ১৭০৩ ঘণ্টা
এমআইকে/টিআই/আরএইচ