ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রোমানিয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
রোমানিয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৬ জনের প্রাণহানি ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ রোমানিয়ার একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৮৮ জন আহত হয়েছেন।

প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এক দশকের মধ্যে দেশটিতে এটিই অগ্নিকাণ্ডে প্রাণহানির সবচেয়ে ভয়াবহ ঘটনা উল্লেখ করে কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানী বুচারেস্টের একটি নাইটক্লাবে কনসার্টে যোগ দেন দশনার্থীরা। এ সময় অগ্নিকাণ্ডে এ হতাহতের ঘটনা ঘটে।

এক প্রত্যক্ষদর্শী ‍জানান, ক্লাবের ভেতরে আতশবাজীর প্রদর্শনী চলছিল। এ সময় একটি পিলার ও ছাদে আগুন লাগলে তা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ধোঁয়ায় দম বন্ধ হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধারকাজে অংশ নেয়। তবে প্রাথমিকভাবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি প্রধানমন্ত্রী গ্যাবরিয়েল অপেরা।

বাংলাদেশ সময়: ০৬৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।