ঢাকা: চীনের হেনান প্রদেশে দ্বিতল একটি ভবন ধসে কমপক্ষে ১৭ শ্রমিকের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ২৩ জন।
শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে ভবনটি ধসে পড়ে।
সংবাদমাধ্যম জানায়, ১৯৯০ সালে নির্মিত দ্বিতল ভবনটি শুক্রবার বিকেলের দিকে হঠাৎ ধসে পড়ে। এ সময় শ্রমিকরা ভবনটির ফাউন্ডেশনের খোঁড়াখুঁড়ির কাজ করছিলেন।
ঘটনাস্থলে এখনও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে ভবন ধসের কারণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
জেডএস