ঢাকা: ফিলিপাইনের এক বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় চার শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ওই বাজারের বিক্রেতা ছিলেন।
শনিবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় ভোরে দেশটির দক্ষিণে মিনদানাও দ্বীপের জামবোয়াংগা শহর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ১৩ বিক্রেতা।
ফিলিপাইন পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট আঞ্জেলিতো কাসিমিরো জানিয়েছেন, বাজারের পাশের একটি বৈদ্যুতিক পোস্টে প্রথমে আগুন ধরে যায়। নিকটবর্তী কাপড়ের স্তুপে স্ফূলিঙ্গ গিয়ে পড়লে বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কাপড়গুলো বিক্রির জন্য স্তুপ করে রাখা হয়েছিল।
পুলিশের তদন্তকারী কর্মকর্তা রাফায়েল সালসেডো বলেছেন, হতাহতরা কাপড় বিক্রেতা ছিলেন। ঘটনার সময় তারা বাজারে নিজেদের দোকানেই ঘুমাচ্ছিলেন।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
আরএইচ