ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় দিনভর বিমান হামলায় দেড় শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
সিরিয়ায় দিনভর বিমান হামলায় দেড় শতাধিক নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিমান হামলায় দেড় শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ আগস্ট) দেশটিতে মানবাধিকার সংগঠন ও সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বিমান হামলাগুলো রাশিয়ান বাহিনী ও সিরিয়ার সরকারি বাহিনী পরিচালনা করেছে বলে জানিয়েছে সংগঠনগুলো।

খবরে বলা হয়, নিহতদের মধ্যে অন্তত ৮০ জনেরই মৃত্যু হয়েছে আলেপ্পোতে। শুক্রবার (৩০ অক্টোবর) সিরিয়া ও রাশিয়ার যৌথ বিমান হামলা পরিচালিত হয় এখানে। আলেপ্পোর অন্তত ২৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় এ সময়।

একই দিন দামেস্কের শহরতলি দুমায় একটি বাজারে সরকারি বাহিনীর অপর এক হামলায় ৬১ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।