ঢাকা: এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হারানোর পর ফের যোগাযোগ স্থাপন করতে পেরেছে রাশিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ। মিশরের কর্তৃপক্ষ বলছে, প্লেনটি মিশরের আকাশসীমা নিরাপদে পাড়ি দিয়ে এখন তুরস্কের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রেখে রাশিয়ার উদ্দেশে যাচ্ছে।
শনিবার (৩১ অক্টোবর) মিশরের সিনাই উপদ্বীপের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় প্লেনটি যোগাযোগ হারায়।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
আরএইচ/এইচএ।