ঢাকা: কানাডার ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জাস্টিন ট্রুডো। এর মধ্য দিয়ে অবসান ঘটলো দেশটির এক দশকের রক্ষণশীল শাসনের।
বুধবার (০৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় অটোয়ার রিদুয়া হলে লিবারেল পার্টি নেতা ট্রুডো ও তার মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।
ট্রুডোর মন্ত্রিসভায় স্থান পাওয়া ৩১ জনের মধ্যে অর্ধেক সদস্য, অর্থাৎ ১৫ জন নারী রয়েছেন। মন্ত্রীদের বয়স ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে।
জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে ট্রুডোও কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৬৮ সালের ‘ট্রুডোম্যানিয়া’র মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন। সে সময় কানাডার তরুণ ও প্রবীণ জনগোষ্ঠীর মধ্যে পিয়েরের যে জনপ্রিয়তার সৃষ্টি হয়েছিল, তা ‘ট্রুডোম্যানিয়া’ হিসেবে বিখ্যাত। ১৯৮৪ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
সাবেক স্কুল শিক্ষক জাস্টিন ট্রুডো ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ৪৩ বছর বয়সী এই নেতা ২০১৫ সালে নির্বাচনী প্রচারণার সময়ই পরিবর্তনের আভাস দেন। তিনি তরুণদের অংশগ্রহণে ও প্রবীণদের পরামর্শে সরকার পরিচালনার আশ্বাস দেন সে সময়।
বাংলাদেশ সময়: ০৫১৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসআর