ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ ছবি : সংগৃহীত

ঢাকা: প্রবল তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। আটলান্টিক মহাসাগরের তীরবর্তী পূর্ব উপকূলের বিভিন্ন অঞ্চলে তুষারঝড়ের কবলে পড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯।



রোববার (২৪ জানুয়ারি) দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। পরিস্থিতি মোকাবেলায় ১০টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে ফেডারেল কর্তৃপক্ষ।

এর আগে শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত অারকানসাস, টেনেসি ও কেনটাকি অঙ্গরাজ্যে আটজনের প্রাণহানির খবর নিশ্চিত করে মার্কিন সংবাদমাধ্যম।

দেশটির অনেক স্থান ৬১ সেন্টিমিটার পর্যন্ত বরফের প্রলেপে ঢাকা পড়েছে। তুষারঝড়ের কারণে ২০টি রাজ্যের কোটি কোটি মানুষ কার্যত ঘরে বন্দি হয়ে পড়েছেন।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
টিআই

** তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৮ জনের মৃত্যু, ছয় রাজ্যে জরুরি অবস্থা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।