ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিসে হামলাকারীদের ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
প্যারিসে হামলাকারীদের ভিডিও প্রকাশ

ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের ভিডিওচিত্র প্রকাশ করা হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) আইএসের চ্যানেলে এ ভিডিওচিত্র প্রকাশ করা হয়।



ভিডিওচিত্রতে নয় ব্যক্তিকে দেখানো হয় ও তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এতে হামলাস্থলের কথাও বলা হয়েছে।

গত বছরের ১৩ নভেম্বর প্যারিসে ওই হামলায় অন্তত ১৩০ জন নিহত হয়।

এক ‍অনলাইন সাইট বিশ্লেষক জানিয়েছে, ওই ভিডিওতে চার জঙ্গিকে দেখা গেছে বন্দিদের গুলি ও শির‍শ্ছেদ করতে। ভিডিওটি প্যারিস হামলার আগে আইএসের কথিত রাজধানী রাকায় ধারণ করা।

ভিডিওতে দেখানো একটি ছবির সঙ্গে বেশ মিল রয়েছে প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন নেতা আবদেলহামিদ আবাউদের। হামলার পরদিন বেলজিয়ান এ নাগরিক পুলিশি অভিযানকালে নিহত হয়।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।