ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় সামরিক প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
দক্ষিণ কোরিয়ায় সামরিক প্লেন বিধ্বস্ত ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ কোরিয়ার একটি সামরিক প্লেন বিধ্বস্ত হয়েছে। তবে এর দুই পাইলট অক্ষত রয়েছেন বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।



বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দেশটির গিয়েওংস্যাংবাক-ডো প্রদেশের অ্যানডং শহরে অবস্থিত গিয়েওংবাক ইনস্টিটিউট ফর বায়ো-ইন্ডাস্ট্রির কাছ একটি নদীতে বিধ্বস্ত হয় টি-১১ প্লেনটি।

উদ্ধার ও অগ্নিনির্বাপক কর্মীরা জানিয়েছেন, প্লেনটির দুই পাইলটই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট ডিউটি শেষে উত্তর চুংচেওং প্রদেশের চুংজুতে অবস্থিত বিমানঘাঁটিতে ফেরত যাচ্ছিলেন টি-১১’র পাইলটরা। প্লেনের ইঞ্জিনে কোনো সমস্যার কারণেই এটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।