ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন ড্রোন হামলায় ইয়েমেনে ছয় আল-কায়েদা জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
মার্কিন ড্রোন হামলায় ইয়েমেনে ছয় আল-কায়েদা জঙ্গি নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন ড্রোন হামলায় ইয়েমেনে ছয় সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গি নিহত হয়েছেন।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে ইয়েমেনের পূর্বাঞ্চলীয় শাবওয়া প্রদেশের আল-রওদা শহরে এ অভিযান পরিচালিত হয় বলে সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।



খবরে জানানো হয়, সন্দেহভাজন জঙ্গিরা একটি গাড়িতে করে আল-রওদা শহরের একটি প্রত্যন্ত মরুভূমির ভেতর দিয়ে কোথাও যাচ্ছিল। এ সময় মার্কিন ড্রোন থেকে হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে, এই এলাকাটি আল-কায়েদার আরব্য উপদ্বীপ শাখা একিউএপি তাদের কার্যক্রম পরিচালনা করছে।

ইয়েমেনে প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির অনুগত বাহিনীর সঙ্গে শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের চলমান দ্বন্দ্বের জেরে এই অঞ্চলে একিউএপি নিজেদের কার্যক্রম বিস্তারের সুযোগ নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, গত সোমবার (০১ ফেব্রুয়ারি) শাবওয়া প্রদেশের আজ্জান শহর দখল করে নেওয়ারও দাবি করে বেশ কয়েকজন আল-কায়েদা জঙ্গি।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।