ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

ভুটানের রাজপরিবারে নতুন অতিথি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
ভুটানের রাজপরিবারে নতুন অতিথি ছবি : সংগৃহীত

ঢাকা: প্রথমবারের মতো বাবা হলেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক।

শনিবার (৬ ফেব্রুয়ারি) ভুটানের রাজপ্রাসাদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।



বিবৃতিতে বলা হয়, শুক্রবার (৫ ফেব্রুয়ারি) থিম্পুর রাজপ্রাসাদে একটি পুত্রসন্তানের জন্ম দেন রাণী গিয়ালতসুয়েন জেতসুন। মা ও ছেলে দু’জনই সুস্থ আছেন।

এদিকে, নতুন অতিথির আগমনে পুরো রাজপ্রাসাদে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

গত বছরের নভেম্বরে প্রথম সন্তানের আগমনের সম্ভাবনার বিষয়টি জনসাধারণের কাছে প্রকাশ করেন রাজ দম্পতি।

ভুটানের ড্রাগন রাজা হিসেবে পরিচিত জিগমে খেসার রাজআসনে আরোহন করার তিন বছর পর বিয়ে করেন জেতসুনকে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
আরএইচএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।