ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চিলিতে ৬.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
চিলিতে ৬.৩ মাত্রার ভূমিকম্প

ঢাকা: দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩।



স্থানীয় সময় মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩৩ মিনিট) চিলির ওভ্যালিতে ভূমিকম্পটি আঘাত হানে।

মাকির্ন ভূ-তাত্ত্বিত জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূকম্পনটির কেন্দ্র ছিল ওভ্যালি থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ৩১ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সর্তকতাও জারি করা হয়নি।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।