ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মায়ানমারে সামরিক প্লেন বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
মায়ানমারে সামরিক প্লেন বিধ্বস্ত, নিহত ৪

ঢাকা: মায়ানমারের রাজধানী নেপিদোয় উড্ডয়নের কিছু সময় পরই ছোট আকারের সামরিক একটি প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত চার সেনাসদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন।



বুধবার (১০ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে।

খবরে বলা হয়, নিয়মিত টহলের অংশ হিসেবে পাঁচজন ক্রু নিয়ে প্লেনটি উড্ডয়ন করেছিল। কিন্তু কিছু সময় পরই এয়ারপোর্টের পাশের একটি জমিতে এটি বিধ্বস্ত হয়। এতে চার সেনাসদস্যের মৃত্যু হয়েছে। প্লেনটির বাকি এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

এদিকে, এ দুর্ঘটনার ব্যাপারে তাৎক্ষণিক মুখ খুলতে রাজি হননি দেশটির সামরিক বাহিনীর কোনো উর্ধ্বতন কর্মকর্তা।

তবে নেপিদো’র একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্লেনটির পাঁচ আরোহীর একজন বেঁচে আছেন। এয়ারপোর্ট ত্যাগের কিছু পরই প্লেনটিতে বিস্ফোরণ হয় এবং এতে আগুন ধরে যায়।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।