ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
তাইওয়ানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১১৩ ছবি: সংগৃহীত

ঢাকা: শক্তিশালী ভূমিকম্পের আঘাতে তাইওয়ানে মৃতের সংখ্যা বেড়ে ১১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন চারজন।



বাংলাদেশ সময় গত ৫ ফেব্রুয়ারি দিনগত রাত ১টা ৫৭ মিনিটে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় তিয়ানান শহরে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছিল, তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় ইউজিং থেকে ২৫ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি।

এ ঘটনায় তিয়ানান শহরে ১৭তলার একটি আবাসিক ভবন ধসে পড়ে। এই ভবনটি ছাড়াও ক্ষতিগ্রস্ত হয় আরও বেশ কয়েকটি ভবন।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
আরএইচ

** তাইওয়ানে ৬.৭ মাত্রার ভূমিকম্প
** ভূমিকম্পে তাইওয়ানে ধ্বংসযজ্ঞ, নিখোঁজ অনেকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।