ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

জাপান এয়ারলাইন্সের প্লেনের ইঞ্জিনে ধোঁয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
জাপান এয়ারলাইন্সের প্লেনের ইঞ্জিনে ধোঁয়া

ঢাকা: ফুকুওকা (জাপান) অখিমুখী জাপান এয়ারলাইন্সের (জেএএল) একটি প্লেনের ইঞ্জিনে হঠাৎ ধোঁয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে প্লেনটির ১৬৫ আরোহীকে (ক্রুসহ) নিরাপদেই নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।



স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা (বাংলাদেশ সময় ১২টা) নাগাদ এ ঘটনা ঘটে।

সিনহুয়া জানায়, হোক্কাইদুর নিউ চিতোস বিমানবন্দর থেকে ফুকুওকা অভিমুখী জাপান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ প্লেনটির ডান ইঞ্জিনে ধোঁয়া দেখা যায়। উড্ডয়নের জন্য যাত্রী বোঝাই প্লেনটি এসময় রানওয়েতে অপেক্ষা করছিল।

এদিকে এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের কথা বলছে কর্তৃপক্ষ। এছাড়া ঘটনার সময় বিরুপ আবহাওয়ার কথা বলেছে স্থানীয় সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।