ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোতে তেজস্ক্রিয় ইরিডিয়াম-১৯২ বহনকারী ট্রাক চুরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
মেক্সিকোতে তেজস্ক্রিয় ইরিডিয়াম-১৯২ বহনকারী ট্রাক চুরি ছবি: সংগৃহীত

ঢাকা: তেজস্ক্রিয় উপাদান ইরিডিয়াম-১৯২ বহনকারী ট্রাক চুরি যাওয়ায় মেক্সিকোতে সতর্কতা জারি করেছে দেশটির দ্য ন্যাশনাল কো-অর্ডিনেশন অব সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।



রোববার মেক্সিকোর কুএরেটরো থেকে ইরিডিয়াম-১৯২ বহনকারী ট্রাকটি চুরি হয়। এর পরপরই ওই রাজ্যসহ আশপাশের রাজ্যগুলোতে সতর্কতা জারি করা হয়। একইসঙ্গে সতর্ক করা হয়েছে পুলিশ, নৌ ও সেনাবাহিনীকেও।

মেক্সিকোতে এ ধরনের তেজস্ক্রিয় পদার্থ চুরির এটিই একমাত্র ঘটনা নয়। এর আগে গত বছরের এপ্রিলে এ রকম আরেকটি চুরির ঘটনা ঘটে। এছাড়া ২০১৩ সালের ডিসেম্বরে উচ্চপমাত্রায় তেজস্ক্রিয় কোবাল্ট-৬০ চুরির ঘটনাও ঘটেছিল।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।