ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

আইভরি কোস্টে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আইভরি কোস্টে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ ছবি : সংগৃহীত

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের উপকূলবর্তী একটি রিসোর্টে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। সোমবার (১৪ মার্চ) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।



খবরে বলা হয়, রোববার (১৩ মার্চ) উপকূলীয় শহর গ্র্যান্ড-বাসামে হোটেল এতোয়লে ডু সুদের কাছে এ হামলার ঘটনা ঘটে। এতে দুই সৈন্য ছাড়াও ১৪ জন বেসামরিক লোক নিহত হন।

দেশটির প্রেসিডেন্ট আলাসেন ওয়াতারারের বরাতে সংবাদমাধ্যমগুলো জানায়, বাসাম শহরে হামলার ঘটনায় ছয় হামলাকারী অংশ নিয়েছেন। যারা সাবই নিহত হয়েছেন।

হামলার স্থানটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজের অংশ বলে জানা যায়। যেখানে পর্যটকদের ভিড় লেগেই থাকতো।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আরএইচএস/টিআই

** আইভরি কোস্টে বন্দুকধারীর হামলায় নিহত ১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।