ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ফের কৃত্রিম ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
উত্তর কোরিয়ায় ফের কৃত্রিম ভূমিকম্প

ঢাকা: ফের কৃত্রিম ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে, কোনো বিস্ফোরণের জেরেই এ কম্পন অনুভূত হয়েছে।



দক্ষিণ কোরিয়ার আবহাওয়া অধিদপ্তর (কেএমএ) জানিয়েছে, বুধবার (১৬ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা) দক্ষিণ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের ৩৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি এলাকায় এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২.২।

কেএমএ আরো জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র এক কিলোমিটার গভীরে। গভীরতা ও প্রকৃতি বিচার করে মনে হচ্ছে, কোনো বিস্ফোরণের কারণেই ওই এলাকা কেঁপে উঠেছে।

এর আগে, গত ৪ জানুয়ারি স্থানীয় সময় সকাল ১০টায় ৫.১ মাত্রায় কেঁপে ওঠে উত্তর কোরিয়া। কিছু পরই কর্তৃপক্ষের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে দেশটি।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
আরএইচ

** হাইড্রোজেন বোমা পরীক্ষায় কেঁপে উঠলো উ. কোরিয়া!
** উ. কোরিয়া সংলগ্ন সীমান্তে তেজস্ক্রিয়তার পরীক্ষা চালাবে চীন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।