ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস ইস্যুতে রাশিয়া যাচ্ছেন জন কেরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
আইএস ইস্যুতে রাশিয়া যাচ্ছেন জন কেরি ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ইস্যুতে রাশিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করতে শিগগিরই মস্কোতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

শনিবার (১৯ মার্চ) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কারবির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানানো হয়।



জন কারবি জানান, জন কেরি সোমবার (২২ মার্চ) রাশিয়ায় যাবেন। সেখানে তিনি ২৫ মার্চ পর্যন্ত রুশ কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্টদের সঙ্গে সিরিয়ার আইএস ও সন্ত্রাসী মোকাবেলায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

আইএস মোকাবেলায় সিরিয়ার সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, সাংঘর্ষিক পরিবেশ শান্ত করতে, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে এবং দেশটিতে মানুষের প্রবেশ শঙ্কামুক্ত করতে রুশ নেতাদের সঙ্গে জন কেরি আলোচনায় বসবেন বলেও জানান তিনি।

এই সফরে জন কেরির ইউক্রেনের মিনস্ক চুক্তির বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।