ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইস্তাম্বুলে হামলা আত্মঘাতী, জানাচ্ছে প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
ইস্তাম্বুলে হামলা আত্মঘাতী, জানাচ্ছে প্রশাসন ছবি: সংগৃহীত

ঢাকা: ইস্তাম্বুলে বিস্ফোরণের ঘটনাটি একটি আত্মঘাতী হামলা বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। এ ঘটনায় পাঁচজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।



শনিবার (১৯ মার্চ) ইস্তাম্বুলের তাকসিন স্কয়ারের কাছে ইসতিকলাল সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

‌ইস্তাম্বুলের গভর্নর সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থলে পাওয়া আলামতগুলো বিশ্লেষণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মঘাতী হামলা।

এদিকে, তুর্কি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। আহত ৩৬ জনের মধ্যে ১২ জন বিদেশি নাগরিক।

তুর্কি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হামলাকারী আরো জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটাতে চেয়েছিলেন। নিহতদের একজন হামলাকারী বলে ধারণা করা হচ্ছে।

তুর্কি প্রশাসন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) সন্দেহ করলেও এখন পর্যন্ত এ ঘটনায় কেউ দায় স্বীকার করে নেয়নি।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬/আপডেট: ১৮১০ ঘণ্টা
আরএইচ

** ইস্তাম্বুলে ব্যস্ত সড়কে বিস্ফোরণ
** ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।