ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে তেলবাহী ট্রাক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
চীনে তেলবাহী ট্রাক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ঢাকা: চীনের হুনান প্রদেশে তেলবাহী একটি ট্রাক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।

এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

রোববার (২০ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

খবরে বলা হয়, শনিবার (১৯ মার্চ) স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে হুনান প্রদেশের উয়ে ইয়াং শহরে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি অগ্নিদাহ্য পদার্থ নিয়ে বেইজিং হয়ে হংকং এবং ম্যাকাওয়ে যাচ্ছিলো।

দেশটির ট্রাফিক কর্মকর্তার বরাত দিয়ে খবরে আরো বলা হয়, এ বিস্ফোরণে ওই ট্রাকটির পাশে থাকা দু’টি সেডান গাড়ি ও দু’টি ট্রাকে আগুন ধরে যায়। সেই সঙ্গে আরও সাতটি যানবাহন ক্ষতিগ্রস্থ হয়।

বাংলাদেয়াশ সময়: ১২৩২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।