ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে বিমানবন্দরগুলোয় সর্বোচ্চ সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
ভারতে বিমানবন্দরগুলোয় সর্বোচ্চ সতর্কতা ছবি: সংগৃহীত

ঢাকা: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাভেনতেম আন্তর্জাতিক বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের ঘটনায় ভারতের সবগুলো বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জানি করেছে কর্তপক্ষ।

মঙ্গলবার (২২ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টার (বাংলাদেশ সময় দুপুর ১টা) দিকে ব্রাসেলসে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর কিছুপরই ভারতে এ সতর্কতা জারি করা হয়।

এছাড়া, ভারতের সবগুলো মেট্রোস্টেশনেও সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। যাভেনতেম বিমানবন্দরে হামলার কিছুপরই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদরদপ্তরের কাছে অবস্থিত মায়েলবেক মেট্রোস্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।