ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাসেলসে ফের বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
ব্রাসেলসে ফের বোমা হামলা

ঢাকা: বেলজিয়ামে পুলিশি অভিযান চলাকালেই ব্রাসেলসের সেইয়ারবিক এলাকায় ফের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



শুক্রবার (২৫ মার্চ) দেশটির বার্তা সংস্থা বেলগার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, মঙ্গলবার ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রো স্টেশনে বোমা হামলার ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়, আহত হন কমপক্ষে আরও ৩১৬ জন।
 
সেইয়ারবিকের ওই বাড়িতে শুক্রবার তদন্তের জন্য অভিযান চালাচ্ছিল পুলিশ। এসময় সেখান খেথকে কয়েকজনকে আটকও করা হয়।

একটি নতুন সন্ত্রাসী গোষ্ঠী এ হামলা চালিয়েছে বলে দাবি করছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এমএ/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।