ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন ড্রোন হামলায় আল-শাবাবের ঊর্ধ্বতন নেতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
মার্কিন ড্রোন হামলায় আল-শাবাবের ঊর্ধ্বতন নেতার মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: আফ্রিকার দেশ সোমালিয়ায় মার্কিন ড্রোন হামলায় জঙ্গিগোষ্ঠী আল শাবাবের এক ঊর্ধ্বতন নেতা মারা গেছেন বলে দাবি করেছে পেন্টাগন।

 

এক বিবৃতিতে পেন্টাগন কর্তৃপক্ষ জানিয়েছে, এক বছরেরও বেশি সময় আগে হাসান আলি দুরি নামের ওই নেতার নেতৃত্বে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দু’টি বড় হামলা পরিচালিত হয়।

এসব হামলায় ৩০ জনেরও বেশি মানুষ মারা যান, যার মধ্যে অন্তত তিনজন মার্কিন নাগরিক ছিলেন।

পেন্টাগনের মুখপাত্র পিটার কুক জানিয়েছেন, বৃহস্পতিবার (৩১ মার্চ) এ হামলা পরিচালিত হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে অপর এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় জিলিব এলাকার ২০ মাইল দক্ষিণে কেনিয়ার সঙ্গে সীমান্তের কাছে এ হামলা পরিচালিত হয়। এতে হাসান আলি দুরিসহ আরো দুই আল শাবাব জঙ্গির মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।