ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে ৫০০ প্রাণহানির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
ভূমধ্যসাগরে ৫০০ প্রাণহানির শঙ্কা

ঢাকা: ভূমধ্যসাগরে গত সপ্তাহের জাহাজডুবিতে ৫০০ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানির আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

 

গত ১৬ এপ্রিল ভূমধ্যসাগর থেকেই উদ্ধার ৪১ জনের কাছ থেকে তথ্য পেয়ে এ আশঙ্কা করছে সংস্থাটি।

উদ্ধার ব্যক্তিদের সঙ্গে রওয়ানা দিয়েও জাহাজডুবির পর তাদের কোনো হদিস না মেলায় এ আশঙ্কা করা হচ্ছে।

 

ইউএনএইচসিআর’র কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। সংস্থাটি বলছে, ভয়াবহ ওই মানবিক বিপর্যয় ইতালি এবং লিবিয়ার মধ্যকার জলসীমায় ঘটেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, উদ্ধার ওই ৪১ জনের মধ্যে ৩৭ জন পুরুষ, তিন জন নারী ও একটি ৩ বছর বয়সী শিশু রয়েছেন। ভূমধ্যসাগর থেকে তাদের উদ্ধার করে বণিকদের একটি জাহাজ। তাদের গ্রিসের পেলোপোনেস উপদ্বীপের কালামাতায় পৌঁছে দেওয়া হয়। এদের মধ্যে ২৩ জন সোমালি, ১১ জন ইথিওপিয়ান, ছয় মিশরীয় ও এক সুদানি রয়েছেন।

অভিবাসনপ্রত্যাশীদের জায়গা দেওয়া নিয়ে ইউরোপে তর্ক-বিতর্কের মধ্যে নতুন করে এ বিপর্যয়ের খবর সেখানকার নেতাদের ফের ভাবনার বিপাকে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।