ঢাকা: ভারতের রাজধানী দিল্লিতে ডিজেলচালিত ট্যাক্সি চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এর চালকরা।
সোমবার (০২ মে) পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
শনিবার (৩০ এপ্রিল) ডিজেলচালিত ট্যাক্সি বন্ধের নির্দেশ দিয়ে রায় দেন দেশটির সর্বোচ্চ আদালত। রোববার (০১ মে) থেকে এ রায় কার্যকরের নির্দেশনাও দেওয়া হয়।
এর আগে ট্যাক্সিগুলোকে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসে (সিএনজি) পরিবর্তন করতে শনিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও ট্যাক্সি চালকরা এ সময় বাড়ানোর দাবি জানান।
এদিকে সোমবার দিল্লির রাজোকরি এলাকার কাছে এ বিক্ষোভের কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ০২, ২০১৬
আরএইচএস/কেআরএম