ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন ডলারের অনুরূপ মুদ্রা ছাড়ছে জিম্বাবুয়ে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মে ৫, ২০১৬
মার্কিন ডলারের অনুরূপ মুদ্রা ছাড়ছে জিম্বাবুয়ে

ঢাকা: মুদ্রা বাজারে নগদ অর্থের ঘাটতি মেটাতে মার্কিন ডলার নোটের অনুরূপ নোট বাজারে ছাড়ছে জিম্বাবুয়ে। বন্ড নোটের বিপরীতে এসব ডলার বাজারে ইস্যু করা হবে।

মার্কিন ডলারের অনুরূপ দুই, পাঁচ, দশ ও বিশ ডলারের এসব নোট বাজারে ছাড়বে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

জিম্বাবুয়ের কেন্দ্রীয় ব্যাংক- দি রিজার্ভ ব্যাংক অব জিম্বাবুয়ে’র গভর্নর জন ম্যানগুদিয়া বলেন, ‘জিম্বাবুয়েকে এ জন্য ২০ কোটি ডলার সহায়তা দেবে আফ্রিকা এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক। '

তিনি বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক নতুন নোট ডিজাইনে কাজ করছে। আগামী দু’ মাসের মধ্যে তা বাজারে ইস্যু করা সম্ভব হবে। এসব নোটের মান হবে মার্কিন ডলারের সমতুল্য। ’

২০০৯ সালে জিম্বাবুয়ের মুদ্রা বাজারে অস্থিরতা দেখা দিলে পরীক্ষামূলকভাবে মার্কিন ডলার ইস্যু করা হয়েছিলো। তবে দেশটিতে দক্ষিণ আফ্রিকার মুদ্রা ৠান্ডের পাশাপাশি প্রতিবেশী আরও কয়েকটি দেশের মুদ্রা চলে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ০৫, ২০১৬
টিআই/আরআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।