ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে গ্রেনেড হামলায় শিশুসহ আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মে ৮, ২০১৬
পাকিস্তানে গ্রেনেড হামলায় শিশুসহ আহত ১২

ঢাকা: পাকিস্তানের করাচিতে একটি রেস্টুরেন্টে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এতে তিন শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (০৮ মে) বিকেল ৫টার পর দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ও সিন্ধ প্রদেশের রাজধানী করাচির লাইয়ারি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মোটরসাইকেলে চড়ে দুই জঙ্গি ওই রেস্টুরেন্ট লক্ষ্য করে হ্যান্ডগ্রেনেড নিক্ষেপ করে পালিয়ে ‍যায়।  

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

তবে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মে ০৮, ২০১৬
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।