ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলবার্টার কিছু এলাকায় তেল উৎপাদন শুরু করেছে শেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মে ১০, ২০১৬
আলবার্টার কিছু এলাকায় তেল উৎপাদন শুরু করেছে শেল

ঢাকা: এক সপ্তাহের বেশি সময় ধরে দাবানলে বির্পযস্ত কানাডার আলাবার্টার কিছু এলাকায় ফের তেল উৎপাদন শুরু করেছে শেল। যদিও অনেক কোম্পানি এখনও তাদের কার্যক্রম বন্ধ রেখেছে।

সোমবার (০৯ মে) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, উৎপাদন কাজে সহযোগিতার জন্য আগামী কয়েকদিন বা আগামী সপ্তাহে প্রয়োজনে কর্মীদের বাইরে থেকে নিয়ে আসা হবে। এছাড়া সহজলভ্যতা ও ইচ্ছার ওপর স্থানীয় কর্মীরাও উৎপাদন কাজে সহযোগিতা করতে পারবেন।

এদিকে বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় ব্যবসা ক্ষতিতে পড়া বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানিটি বিনিয়োগ ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। খরচ কমানোর জন্য শেয়ারহোল্ডারদের অব্যাহত চাপের কারণে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পনিটির মুনাফা হয়েছে ৮শ’ মিলিয়ন (৮০ কোটি) ডলার। গত বছরের একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ৪.৮ বিলিয়ন (চার হাজার আটশ’ কোটি) ডলার।

কানাডার তেল রাজধানী হিসেবে পরিচিত উত্তরাঞ্চলীয় ফোর্ট ম্যাকমেরিতে স্থানীয় সময় গত মঙ্গলবার (০৩ মে) থেকে দাবানল ছড়িয়ে পড়ে। দাবানল ক্রমেই পার্শ্ববর্তী সাসকাচুয়ান প্রদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আর এতে ক্ষতির মুখে পড়েছে তেল উৎপাদন।

**মুনাফা কমায় বিনিয়োগ কমাচ্ছে শেল

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, মে ১০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।