ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুড়ুচেরিতে বিজয়ী

আইএনসি ১২, এআইএনআরসি ৭, এআইএডিএমকে ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মে ১৯, ২০১৬
 আইএনসি ১২, এআইএনআরসি ৭, এআইএডিএমকে ৩

ঢাকা: ভারতের বিধানসভা নির্বাচনে ভোটগণনা চলছে। বৃহস্পতিবার (১৯ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগণনা শুরুর পর ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসা শুরু হয়েছে।

রাজ্যগুলোর মধ্যে কেন্দ্র শাসিত অঞ্চল পুড়ুচেরিতে ৩০ আসনের মধ্যে ২৩ টি আসনের চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে।

সবশেষ তথ্যানুযায়ী, রাজ্যটিতে ১২টি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি)। সাত আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বর্তমান শাসকদল এআইএনআরসি। এছাড়া ‘আম্মা’ জয়ললিতা’র অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনিত্রা কাঝাগম (এআইএডিএমকে) দল পেয়েছে ৩টি আসন।

গত ৪ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত পর্যায়ক্রমে পাঁচটি রাজ্যের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাজ্যগুলো হলো- পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল পুরুচেড়ি।

এসব রাজ্যের ফলকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মে ১৯, ২০১৬
আরএইচএস
 

***আইএনসি ৬, এআইএনআরসি ৬, এআইএডিএমকে ২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।