ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ফের ‘আম্মা’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মে ১৯, ২০১৬
তামিলনাড়ুতে ফের ‘আম্মা’ জয়ললিতা জয়রাম (ফাইল ছবি)

ঢাকা: ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতায় এলো ‘আম্মা’ জয়ললিতার-এআইএডিএমকে।

জয়ললিতা জয়রামের দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনিত্রা কাঝাগম (এআইএডিএমকে) নিকটতম প্রতিদ্বন্দী করুণানিধির ডিএমকে’কে (দ্রাবিড় মুনিত্রা কাঝাগম) হারিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

এতে করে ফের মুখ্যমন্ত্রী হিসেবে জয়ললিতা শপথ নেবেন বলে আশা করা যাচ্ছে। এই শপথ আগামী শুক্র বা শনিবার (২৮-২৯ মে) হতে পারে।

বৃহস্পতিবার (১৯ মে) স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) একযোগে রাজ্যে ভোট গণনা শুরু হয়। গণনা শুরুর বেশ কয়েক ঘণ্টা পর আংশিক গণনা-আপডেট আসতে থাকে। মূলত এ বিধানসভাতেই ফলাফল আসতে একটু দেরি হয়। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আম্মা জয়ললিতার দল জিতেছে। ২৩৪টি আসনের মধ্যে তারা জিতেছে ১৩৪টি আসনে, যেখানে সরকার গঠন করতে লাগতো ১১৯টি সিট।

জয়ললিতার এই জয়কে অনেকে ঐতিহাসিকও বলছেন। এই রাজ্যে পরপর দুইবার একজন নারী মুখ্যমন্ত্রী হবেন এটিকেই ঐতিহাসিক বলা হচ্ছে। এছাড়া দুর্নীতির অভিযোগ, মুখ্যমন্ত্রী পদে থেকে জেলে যাওয়া এসবই তাকে আলোচনায় নিয়ে আসে।

জয়ললিতার আগে তামিলনাড়ুতে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিলেন এমজি রামাচন্দ্রন। এমজিআর হিসেবে পরিচিত এ নেতা মৃত্যুর আগ পর্যন্ত কোনো নির্বাচনে হারেননি। ৬৮ বছর বয়সী জয়ললিতার সামনেও আগামী দিনে তেমনই সুযোগ!

***তামিলনাড়ুতে স্পষ্ট এগিয়ে জয়ললিতা
***তামিলনাড়ুতে জয়ললিতার এআইএডিএমকে ১১৮, ডিএমকে ৮৬

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মে ১৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।