ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আহমেদাবাদে ১১টি তাজা বোমা উদ্ধার, গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১
আহমেদাবাদে ১১টি তাজা বোমা উদ্ধার, গ্রেপ্তার ১

আহমেদাবাদ: ভারতে আহমেদাবাদের শাহ আলম এলাকা থেকে ১১টি তাজা বোমাসহ একজনকে গ্রেপ্তার করেছে আহমেদাবাদ পুলিশ।

রোববার বিকেলে পুলিশ শাহ আলম এলাকার শাহজাদের বাড়িতে অভিযান চালিয়ে তার কাছে থাকা একটি তাজা বোমা উদ্ধার করে।



শাহজাদকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী ওই এলাকা থেকে আরও ১০টি তাজা বোমা উদ্ধার করা হয়। পরে পুলিশ বোমগুলোকে নষ্ট করে দেয়।

বিস্ফোরক নিয়ন্ত্রণকারী দলের প্রধান রাকেশ যাদব জানান, ‘বোমগুলো সব দেশে তৈরি। এগুলো বড় ধরনের কোনো ক্ষতি করতে না পরলেও মানুষের মধ্যে আতঙ্ক এবং ভয় সৃষ্টিতে যথেষ্ট। ’

‘কিন্তু বোমাগুলো যদি শরীরের কোনো স্পর্শকাতর স্থানে আঘাত করে তবে তা মৃত্যুর কারণও হতে পারে বলেও জানান রাকেশ যাদব। ’

পুলিশ আরও তথ্যের জন্য শাহজাদকে জিজ্ঞাসাবাদ করছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।