ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফোন হ্যাকিং: লন্ডন মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১
ফোন হ্যাকিং: লন্ডন মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগ

লন্ডন: ফোন হ্যাকিংয়ের ঘটনায় লন্ডন মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার পল স্টিফেনসন পদত্যাগ করেছেন।

সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া নিউজ অব দি ওয়র্ল্ডের নির্বাহী কর্মকর্তা নেইল ওয়ালিসকে উপদেষ্টা হিসেবে ভাড়া করায় ব্রিটেনের এই সিনিয়র পুলিশ বেশ সমালোচনার মুখে পড়েন।

যেখানে ওই ব্যক্তিকেই ফোন হ্যাকিংয়ের দায়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল।

ফোন হ্যাকিং কেলেঙ্কারি পরবর্তী সময়ে পল স্টিফেনসন এই ঘটনা থেকে অনেক কিছু শেখার আছে বললেও পরে তিনি তার অবস্থান থেকে সরে আসেন।

এদিকে তিনি তার নিয়োগকর্তা লন্ডন মেয়র বরিস জনসনের সাথে আলোচনা করে পদত্যাগ পত্র জমা দেন।

তবে পদত্যাগ বিষয়ে পল বলেন, ‘আমি ওয়ালিসকে ভাড়া করার সিদ্ধান্তের জন্য পদত্যাগ করিনি এবং ওয়ালিসের ফোন হ্যাকিংয়ের বিষয়ে আমি জানতাম না। ’

স্বরাষ্ট্র সচিব তেরেসা মে কমিশনারের পদত্যাগে দুঃখ প্রকাশ করেন এবং পল স্টিফেনসনের চাকরি জীবনের সকল কাজের জন্য তাকে ধন্যবাদ জানান।

তেরেসা আরও বলেন,‘লন্ডনের অনেক কঠিন সময়ে পল পুলিশ বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। একই সঙ্গে তিনি সংশয় প্রকাশ করে বলেন, ‘যদিও বর্তমান অবস্থা বলে যে আরও অনেক কিছু জানার আছে। ’

অবশ্য এর আগেই তেরেসা মে সোমবার সংসদ সদস্যদের কাছে পুলিশ এবং নিউজ ইন্টারন্যাশনালের মধ্যকার অন্তরঙ্গতা সম্পর্কে উদ্বিগ্নতা প্রকাশ করবেন বলে জানিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।