ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আগে জানলে কুলসনকে নিয়োগ দিতাম না: ক্যামেরন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১১
আগে জানলে কুলসনকে নিয়োগ দিতাম না: ক্যামেরন

লন্ডন: ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পার্লামেন্টে এমপিদের বলেছেন, ‘ফোন হ্যাকিং নিয়ে এখন যেসব কথা উঠছে তা আগে জানলে নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সম্পাদক অ্যানডি কুলসনকে চাকরি দিতাম না। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘যা করেছি এখন মনে হচ্ছে সে সিদ্ধান্ত ভুল ছিল।

ফোনে আড়ি পাতার ব্যাপারে কুলসন যদি আমার কাছে মিথ্যা বলে থাকেন তাহলে তাকে নিয়োগ দেওয়ায় আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। ’

ক্যামেরন আরও বলেন, আপনি যতোদিন বাঁচবেন ততোই শিখবেন এবং আমার বিশ্বাস আমি এখান থেকে শিক্ষা নিয়েছি। ’

তবে বিরোধী লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড প্রধানমন্ত্রীর এ দুঃখ প্রকাশে মোটেও আস্থাশীল নন। তিনি অভিযোগ করেন, প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে একটি সচেতন প্রচেষ্টা ছিল।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রেস মুখপাত্র নিয়োগে কুলসনের উপযুক্ততা নিয়ে একাধিকবার সতর্ক করে দেওয়ার পরও তা উপেক্ষা করা হয়েছে।

পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে দেওয়া এক জরুরি বিবৃতি ক্যামেরন জানিয়েছেন, ফোন কেলেংকারির তদন্ত আরও বিস্তৃত আকারে করতে পুলিশ, গণমাধ্যম এবং রাজনীতিতে জড়িত ব্যক্তিদের ব্যাপারেও তদন্ত হবে।

এর আগে সকালের দিকে নিউজ অব দ্য ওয়ার্ল্ডের কেলেংকারি এবং এ ঘটনায় মেট্রোপলিটন পুলিশের দু’জন জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগের পর গণমাধ্যম ও পুলিশের আস্থার বিষয়ে এক জরুরি বিতর্কে অংশ নিতে আফ্রিকা সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেন ক্যামেরন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।