ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাবার যৌন কেলেংকারির বিষয়ে কান কন্যাকে জিজ্ঞাসাবাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১১
বাবার যৌন কেলেংকারির বিষয়ে কান কন্যাকে জিজ্ঞাসাবাদ

প্যারিস: আইএমএফ’র সাবেক প্রধান দোমিনিক স্ত্রস কানের বিরুদ্ধে আনা একজন ফরাসি লেখিকাকে ধর্ষণের অভিযোগ বিষয়ে কানের মেয়েকে জিজ্ঞাসাবাদ করেছে ফরাসি তদন্তকারীরা।

ধর্ষণের অভিযোগকারী ওই নারী স্ত্রস কানের মেয়ে ক্যামিলে স্ত্রস কানের বান্ধাবী ত্রিসতইেন ব্যানোন।



ব্যানোন অভিযোগ করেন, ২০০৩ সালে প্যারিসের একটি ফ্ল্যাটে সাক্ষাতকার নেওয়ার সময় স্ত্রস কান তাকে ধর্ষণের চেষ্টা করেন।

প্রসঙ্গত, গত ১৪ মে নিউইয়র্কের একটি হোটেলে এক পরিচারিকাকে যৌন নির্যাতনের অভিযোগে স্ত্রস কানের বিরুদ্ধে এখনো মামলা রয়েছে। পরে অভিযোগকারীর সততা নিয়ে প্রশ্ন উঠায় গৃহবন্দীত্ব থেকে তাকে জামিন ছাড়াই স্বাধীনভাবে চলাফেরার অনুমতি দেওয়া হয়েছে। স্ত্রস কান অবশ্য বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন।

নাম প্রকাশ না করার শর্তে আদালতের একজন কর্মকর্তা জানিয়েছেন, ক্যামিলে স্ত্রস কানকে গত সোমবার পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।

আইনজীবী সূত্র জানিয়েছে, এর আগে গত শুক্রবার ক্যামিলের মা স্ত্রস কানের সাবেক স্ত্রী ব্রিগিত গিলেমেতকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গিলেমেত ব্যানোনের ধর্মমাতা।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।