ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ার দুর্ভিক্ষ কবলিত অঞ্চলে সাহায্য পাঠাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১১
সোমালিয়ার দুর্ভিক্ষ কবলিত অঞ্চলে সাহায্য পাঠাবে যুক্তরাষ্ট্র

মোগাদিসু: সোমালিয়ায় ইসলাম ভিত্তিক গ্রুপ আল-শাহাব নিয়ন্ত্রিত দুর্ভিক্ষ কবলিত এলাকায় সাহায্য পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র।

দেশটির পক্ষ থেকে সোমালি বিদ্রোহীদের এই সাহায্য বিতরণ কাজে বাধা না দেওয়ার আহবান জানানো হয়েছে।



আল-শাহাবকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তাদের নিয়ন্ত্রণে থাকা বিশাল এলাকায় গত বছর থেকে সাহায্য বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র।

এদিকে দক্ষিণ সোমালিয়ার অন্তত দু’টি অঞ্চলকে দুর্ভিক্ষ কবলিত বলে চিহ্নিত করেছে জাতিসংঘ। অঞ্চল দু’টিতে অর্ধ শতাব্দীকালেরও বেশি সময় ধরে খরা চলছে।

আল কায়েদা সমর্থিত সংগঠন আল-শাহাব দীর্ঘ দিন ধরেই মধ্য ও দক্ষিণ সোমালিয়ার অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে। তাদের নিয়ন্ত্রিত এলাকায় ২০০৯ সাল থেকে বিদেশি সাহায্যও বন্ধ রয়েছে।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার উপ-প্রশাসক ডোনাল্ড স্টেইনবার্গ বলেন, ‘আমাদের সাহায্য অবশ্যই আল-শাহাবের কোন কাজে আসবে না। ’

বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।