ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ক্রোয়েশিয়ার যুদ্ধাপরাধী গোরান হাজিচ আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১১

সার্বিয়া: পলাতক যুদ্ধাপরাধী ও জাতিসংঘ আদালতে সাজা প্রাপ্ত গোরান হাজিচ আটক করেছে সার্বীয় কর্তৃপক্ষ। বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির সরকার তার আটকের খবর জানায়।



সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রপতি বরিস তেদিচ নিজেই আটকের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বুধবার সকালে ফ্রুসকা গোড়া পাহাড়ি এলাকা থেকে গোরান হাজিচকে আটক করা হয়েছে। যার অদূরে থাকে তার পরিবার সদস্যরা। সেখানে তিনি আত্মগোপনে থেকে বিচার এড়াতে চেয়েছিলেন। ’

রাষ্ট্রপতি বলেন, ‘গোরান সাত বছর আগে আত্মগোপনে যান। কিন্তু গোয়েন্দারা গত তিন বছর ধরে তাকে আটকের জন্য হন্যে হয়ে খুঁজছিলো। ’  

গোরানের (৫২) বিরুদ্ধে ক্রোয়েশিয়া যুদ্ধে বিছিন্নতাবাদীদের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে শত শত অ-সার্বিয়ান হত্যারও অভিযোগ আছে।  

গোরান হ্যাজিকের আটকের দু’মাস আগে সার্বিয়ান সরকার একই অপরাধে বসনিয়ার সাবেক সামরিক কমান্ডারকে আটক করে।

এদিকে তার আটকের বিষয়টিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় কাউন্সিল ও পররাষ্ট্রনীতি বিষয়ক দপ্তর।

এর ফলে সার্বিয়ার ইইউ সদস্য পদ মর্যাদা পাওয়ার বাধা দূর হবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।