ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবের চেয়েও বেশি তেল ভেনিজুয়েলায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১১

ভিয়েনা: বিশ্বে খনিজ তেল মজুদে সৌদি আরবকে ছাড়িয়ে শীর্ষ দেশ এখন দক্ষিণ আমেরিকার ভেনিজুয়েলা। দেশটিতে বর্তমানে মজুদ মোট অপরিশোধিত তেলের পরিমাণ ২ হাজার ৯শ ৬৫ কোটি ব্যারেল।



তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক’র বাৎসরিক পরিসংখ্যান বুলেটিনে এ তথ্য দেওয়া হয়েছে।

ভেনিজুয়েলায় তেলের জ্ঞাত মজুদ ২০০৯ সাল থেকে ২০১০ সালে সৌদি আরবের তুলনায় বেড়েছে ৪০ শতাংশ। ওপেকের হিসাব অনুযায়ী, সৌদি আরবের বর্তমান মজুদ তেল ২ হাজার ৬শ ৪৫ কোটি ২০ লাখ ব্যারেল।

অপরদিকে ল্যাটিন আমেরিকার অপর দেশ ইকুয়েডরে ২০১০ সাল পর্যন্ত জ্ঞাত মজুদ ৭শ ২০ কোটি ব্যারেল যা গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি।

ওপেকের হিসাব মোতাবেক ২০১০ পর্যন্ত পৃথিবীতে জ্ঞাত মজুদ মোট খনিজ তেলের পরিমাণ এক দশমিক ৪৬ ট্রিলিয়ন ব্যারেল। এর মধ্যে পেট্রোলিয়াম সমৃদ্ধ প্রধান ১২টি দেশেই রয়েছে মোট মজুদের ৮১ দশমিক ৩ শতাংশ।

২০০৯ সালে শতাংশ হিসেবে এ মজুদের পরিমাণ ছিল ৭৯ দশমিক ৬। ২০১০ সালে ভেনিজুয়েলাতে মজুদের জ্ঞাত পরিমাণ বাড়ার কারণে এখন তা ৮১ দশমিক ৩ শতাংশে দাঁড়াল।

ওপেকভুক্ত অপর দুই দেশ ইরানে আছে এক হাজার ৫শ ১১ কোটি ৭ লাখ এবং ইরাকে রয়েছে এক হাজার ৪শ ৩১ কোটি ব্যারেল। তেল মজুদের দিক দিয়ে এরা যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে।

তালিকায় পরবর্তী স্থানগুলোতে অবশ্য ওপেকভুক্ত কোনো দেশ নেই। পরবর্তী শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে যথাক্রমে রাশিয়া (৭শ ৯৪ কোটি ৩০ লাখ ব্যারেল), কাজাখস্তান (৩শ ৯৮ কোটি ব্যারেল), ব্রাজিল (১২৮ কোটি ব্যারেল) এবং মেক্সিকো (একশ ১৬ কোটি ৯ লাখ)।

অবশ্য তেল মজুদের দিক দিয়ে ভেনিজুয়েলা শীর্ষে থাকলেও অপরিশোধীত তেল উৎপাদনে সৌদি আরব এখনো প্রথম। দেশটিতে প্রতিদিন ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলন করা হয়। যেখানে ভেনিজুয়েলা উত্তোলন করে মাত্র ২৮ লাখ ব্যারেল।

আন্দিজ পর্বতমালা ঘেঁষা দেশ ভেনিজয়েলা তেল রপ্তানিতে বিশ্বে পঞ্চম। যুক্তরাষ্ট্রে অপরিশোধীত তেল সরবরাহকারী প্রধান দেশও ভেনিজুয়েলা।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।