ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কম খরচে ভ্রমণ সুবিধা দিতে এয়ার এশিয়া-এএনএ চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১১
কম খরচে ভ্রমণ সুবিধা দিতে এয়ার এশিয়া-এএনএ চুক্তি

কুয়ালালামপুর: কম খরচে ভ্রমণ সুবিধা দিতে মালয়েশিয়ার এয়ার এশিয়া এবং জাপানের অল নিপ্পোন এয়ারওয়েজ (এএনএ) একটি চুক্তিতে সম্মত হয়েছে। টোকিওর নারিতা এয়ারপোর্টভিত্তিক বিমানে এ সুবিধা দেওয়া হবে।

যৌথ উদ্যোগে এ নতুন সেবার নাম রাখা হয়েছে এয়ার এশিয়া জাপান।

মালয়েশিয়ার কোম্পানি এয়ার এশিয়া এক বিবৃতিতে জানিয়েছে, আকর্ষণীয় অভ্যন্তরীণ পর্যটন বাজারে এয়ার এশিয়া জাপান ভাল সেবা দিতে পারবে। জাপানের মানুষের সামাজিক ও ব্যবসায়িক জীবনে আকাশ পথে ভ্রমণ ওতপ্রোতভাবে জড়িত। এমনকি খরচ বেশি হওয়া সত্ত্বেও তারা যথেষ্ট বিমান ভ্রমণ করে। সেই হিসেবে এয়ার এশিয়ার জন্য জাপানে ভাল সম্ভাবনা রয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী এয়ার এশিয়া এবং এএনএ উভয়ে এয়ার এশিয়া জাপানের সঙ্গে প্রতিযোগিতায় না নামার ব্যাপারে একমত হয়েছে।

এএনএ’র ভর্তুকি দিয়ে চালানো ওসাকা কানসাই ইন্টারন্যাশনাল বিমানবন্দর ভিত্তিক পিচ এভিয়েশনের জন্য এ শর্ত প্রযোজ্য হবে না। এ বিমানটি আগামী বছর থেকে সেবাদান শুরু করবে। তবে পিচ এভিয়েশন নারিতা বিমানবন্দর ব্যবহারের সুবিধা পাবে না।

এয়ারএশিয়া জাপানের বিমানগুলো জাপানের অভ্যন্তরীণ বাজার এবং দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং চীনের মতো উত্তর-পূর্ব এশিয়ার দেশগুলোতে ভ্রমণ সেবা দেবে। তবে তাদের সেবার পরিধি দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

অপর দিকে এ বছরের শেষের দিকে যৌথ উদ্যোগের এ সেবা প্রতিষ্ঠানটি ফিলিপাইন ও ভিয়েতনামেও তাদের কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে।

ইতোমধ্যে তারা বিমান পরিচালনা সনদ (এওসি) পেতে জাপানের বেসামরিক বিমান অধিদপ্তরের কাছে আবেদন করেছে।

তবে ঠিক কবে নাগাদ তাদের কার্যক্রম শুরু হবে এ ব্যাপারে এয়ার এশিয়া বা এএনএ কেউই নিশ্চিত করে কিছু জানায়নি।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।