জেদ্দা: সৌদি কর্তৃপক্ষের প্রস্তুত করা নতুন একটি সন্ত্রাসবিরোধী খসরা আইনের সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই আইন দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার খর্ব করবে বলে দাবি করেছে এ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি।
খসরা আইনটির একটি গোপন কপি বিবিসি প্রকাশ করার পর অ্যামনেস্টি বলেছে, এই আইনের ফলে ভয়াবহভাবে মানবাধিকার সীমিত হবে। এ আইনে বিচার না করেই দীর্ঘ সময় আটকে রাখা, আইনি সহায়তা নিয়ন্ত্রণ এবং মৃত্যুদ-ের ব্যবহার সংক্রান্ত বিধি যুক্ত করা হয়েছে।
তবে সৌদি কর্তৃপক্ষের দাবি এ আইন শুধুমাত্র সন্ত্রাসীদের ক্ষেত্রে প্রয়োগ করা হবে। ভিন্ন মতাবলম্বীদের জন্য এ আইন নয়।
সৌদি সরকার এর বেশি কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ওই খসরা আইনের খবরটি নিশ্চিত করেছেন। উল্লেখিত ধারাগুলো তার মধ্যে আছে বলেও জানিয়েছেন তিনি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য বিষয়ক তথ্য কর্মকর্তা জেমস লিনচ জানিয়েছেন, ‘ওই আইনের একটি কপি কোনোভাবে আমাদের হাতে এসে পৌঁছেছে। ’ ওই আইন দেশটিতে নীপিড়নের ঐতিহ্যকে আরও দৃঢ়মূল করবে বলে মন্তব্য করেন তিনি।
অ্যামনেস্টি বলছে, ওই আইনের কিছু বিধি দেশটির প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক। এগুলো নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ সনদেরও পরিপন্থী।
এ আইন সৌদি আরবে সন্ত্রাস দমনের নামে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে। এ আইন পাস হলে ছোটখাটো শান্তিপূর্ণ প্রতিবাদকেও সন্ত্রাসের তকমা দেওয়া এবং ব্যাপক মানবাধিকার লংঘনের পথ খুলে যাবে।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১১