ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বোমা মেরে চুপ করানো যাবে না: নরওয়ে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১১
বোমা মেরে চুপ করানো যাবে না: নরওয়ে প্রধানমন্ত্রী

অসলো: নরওয়েতে শুক্রবারের সন্ত্রাসী হামলাকে ‘কাপুরুষোচিত ও শয়তানের হামলা’ বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইয়েন্স স্টোলটেনবার্গ। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।



এছাড়াও জেনস সন্ত্রাসীদের উদ্দেশ্য করে বলেন, ‘বোমা-গুলি মেরে কেউ আমাদের চুপ করাতে পারবে না। এমনকি কেউ আমাদের ভয়ও দেখাতে পারবে না। ’

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ইউরোপের সবচেয়ে শন্তিপ্রিয় দেশটিতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সামনেই বোঝা যাবে ঠিক কারা এই হামলার জন্য দায়ী এবং তাদের কী ধরণের শাস্তি দেওয়া যায়। ’

শুক্রবার নরওয়েতে দু’দফা সন্ত্রাসী হামলায় ৮৭ জন নিহত হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাজধানী অসলোর প্রাণকেন্দ্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে স্থানীয় সময় বিকেল ৪টায় সন্ত্রাসীরা ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটায়। এ হামলায় তাৎক্ষণিকভাবে মারা যায় ৭ জন এবং আহত হয় কমপক্ষে ১৫ জন। অপরদিকে ওই ঘটনার ঘণ্টাখানেক পরেই শহরের বাইরে ইউটোয়া দ্বীপে পুলিশের ছদ্মবেশী এক যুবক একটি ইয়ুথ ক্যাম্পে হামলা চালায়। ওই যুবকের ছোড়া এলোপাতাড়ি গুলিতে মারা যায় নিরীহ ৮০ জন মানুষ।

এদিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং ইউরোপীয় নেতৃবৃন্দ এ ঘটনাকে ঘৃণ্য অপরাধ বলে আখ্যা দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আন্তর্জাতিক বিশ্বকে এ ধরণের সন্ত্রাসী হামলা প্রতিহত করতে একযোগে কাজ করার আহবান জানান।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।