ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১১
জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

টোকিও: জাপানের উত্তরাঞ্চল মিয়াগিতে শনিবার ছয় দশমিক পাঁচ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পন হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
 
স্থানীয় সময় ১ টা ৩৪ মিনিটে এ ভূমিকম্প দেশটির উত্তরাঞ্চল মিয়াগিতে আঘাত হানে।

একই স্থানে গত মার্চ মাসের ১১ তারিখ ভয়াবহ আরেকটি ভূমিকম্প হয়েছিল।

ভূমিকম্পটির গভীরতা ছিল ৪০ কিলোমিটার পর্যন্ত বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি। কিন্তু তোহোকু শিনকানসেন বুলেট ট্রেনের সার্ভিস বন্ধ হয়ে গেছে বলে সংবাদ প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম।

গত মার্চ মাসের ভূমিকম্পে প্রায় ২২ হাজার মানুষ মারা যায় এবং অনেকেই নিখোঁজ হন। একই সঙ্গে এই ভূমিকম্পে দেশটির ফুকুশিমা পরমাণু চুল্লি ক্ষতিগ্রস্থ হয় এবং দেশটিতে দেখা দেয় ভয়ংকর পারমানবিক বিপর্যয়।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।