অসলো: অসলোতে বোমা বিস্ফোরণের পর ইউটোয়া দ্বীপে হামলাকারী যুবক অ্যানডারস বেরিং ব্রেইভিক (৩২) একজন ডানপন্থী খ্রিস্টান বলে জানিয়েছে নরওয়ের পুলিশ।
পুলিশ প্রধান সোভেনাং স্পোনহেইম বলেছেন, আটক ওই যুবকের ইন্টারনেট পোস্টিং দেখে মনে হচ্ছে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল ডানপন্থী এবং সে মুসলিমবিদ্বেষী।
নরওয়ের জাতীয় টেলিভিশন এনআরকে কে তিনি এ কথা জানান।
স্বল্প সময়ের মধ্যে তার সম্পর্কে যতোটুকু জানা গেছে তার বেশিরভাগই ফেসবুক এবং টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বিভিন্ন পোস্ট দেখে। এই পোস্টগুলো মাত্র কয়েক দিন আগে লেখা হয়েছিল।
ফেসবুকে নিজস্ব পাতায় ব্রেইভিক নিজেকে একজন রক্ষণশীল খ্রিস্টান বলে উল্লেখ করেছেন। তবে ওই পাতাটি আর সাইটে পাওয়া যাচ্ছে না। তবে তাতে শরীর গঠন এবং খ্রিস্টান আন্দোলন ফ্রি মেসনরিতে তার আগ্রহ রয়েছে বলে জানানো হয়েছে।
ইউটোয়া দ্বীপে প্রত্যক্ষদর্শীরা ওই যুবকের বর্ণনা দিয়েছেন- সোনলী চুলের লম্বা এবং পুলিশের ইউনিফর্ম পরিহিত এক যুবক বলে। ফেসবুকে দেওয়া ছবিতে তাকে সোনালী চুল এবং নীল চোখের তরুণ হিসেবে মনে হয়।
ব্রেইভিকের এক বন্ধুর বরাত দিয়ে নরওয়ের দৈনিক ভারডেন গাং জানিয়েছে, ২০ শতকের শেষের দিকে ওই যুবক চরম ডানপন্থায় দীক্ষা নেন। ইন্টারনেটে অনলাইন ফোরামে বিভিন্ন লেখায় তিনি কঠোর জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি প্রচার করতেন।
তবে সাধারণ জাতীয় প্রশিক্ষণ ছাড়া তার কোনো সামরিক অভিজ্ঞাতা নেই। এমনকি কোনো অপরাধেরও রেকর্ড নেই।
ব্রেইভিক বড় হয়েছেন অসলোতেই। পড়াশুনা অসলো স্কুল অব ম্যানেজমেন্টে। এই প্রতিষ্ঠান স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দিয়ে থাকে।
যতোদূর জানা যায়, পড়াশুনা শেষ করে তিনি শহরের বাইরে চলে যান এবং ব্রেইভিক জিওফার্ম নামে একটি ব্যক্তি মালাকানার কোম্পানি চালু করেন।
এই কোম্পানিটি বাণিজ্যিকভাবে শাকসবজি, তরমুজ, গাজর, মূলা এবং আলু চাষ করে। বিশ্লেষকরা ধারণা করছেন, কৃষিকাজের সঙ্গে জড়িত থাকার সুবাদে নিশ্চয় তার সার কোম্পানিগুলোর সঙ্গে ভাল সম্পর্ক ছিল। আর এখান থেকেই হয়ত তিনি বোমা তৈরির রাসায়নিক সংগ্রহ করেছেন।
ব্রেইভিকের নামে একটি টুইটার অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। তবে এতে একটি মাত্র পোস্ট রয়েছে। পোস্টটিতে ইংরেজ দার্শনিক দার্শনিক জন স্টুয়ার্ট মিলের একটি উদ্ধৃতি রয়েছে। উদ্ধৃতিটি হলো- `স্রেফ আগ্রহ আছে এমন লক্ষ লোকের ক্ষমতার সমান একজন বিশ্বাসী ব্যক্তির ক্ষমতা। `
এই পোস্টটি করা হয়েছে গত ১৭ জুলাই।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১১