ঝেংজিয়াং: চীনের ঝেংজিয়াং প্রদেশে একটি এক্সপ্রেস ট্রেন লাইচ্যুত হয়ে অন্তত ৩২ জন নিহত হয়েছে। শনিবার ট্র্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ার পর একটি ব্রিজ ভেঙে নিচে পড়ে গেছে বলে স্থানীয় দমকল বাহিনী জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বজ্রপাতে লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে এ দুর্ঘটনা ঘটে।
চীনের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে ৮৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে আরও বহু লোকের হতাহত হওয়ার আশংকা করা হচ্ছে।
ট্রেনের প্রতিটি বগি ১০০ জন যাত্রী ধারণক্ষম। তবে ট্রেনে ঠিক কতোজন যাত্রী ছিলেন তা কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।
উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
বাংলাদেশ সমসয়: ২১৪৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১১