অসলো: নরওয়ের রাজধানী অসলোর সরকারি ভবনে বোমা বিম্ফোরণ ও উটেয়া দ্বীপে বন্দুকধারীর গুলিতে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৯২ জনে পৌঁছেছে। তবে এ সংখ্যা ৯৮ হতে পারে বলে পুলিশ জানিয়েছে।
গত শুক্রবার প্রায় একই সময়ে দুটি পৃথক হামলা চালানো হয়। উটেয়া দ্বীপের হামলাটি একজন গোঁড়া খ্রিস্ট্রান ধমাবলম্বী চালিয়েছে। তাকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে আরও একজনকে খুঁজছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী নরওয়ের নাগরিক অ্যান্ডারস বেরিং ব্রেইভিককে দুটি হামলার অভিযোগেই আটক করা হয়েছে। তবে এ ঘটনায় আরও একজন জড়িত থাকতে পারে।
নরওয়ের পুলিশপ্রধান সভেইনুং স্পনহেইম বলেন, ৪৫ মিনিটে পুলিশ কর্মকর্তারা সেই দ্বীপে পৌঁছায় এর ৪৫ মিনিট পর এন্ডারস বেরিংকে আটক করা হয়। এন্ডারস অস্ত্র ব্যবহারের করে হামলার কথা স্বীকার করেছে।
ওই পুলিশপ্রধান আরও বলেন, সরকারি ভবনে গাড়িবোমা হামলা চালানো হয়েছে। ভবনের ভেতরে এখনো মৃতদেহ বা খ-িত মৃতদেহ রয়েছে। ভবনটি এখন এতোই দুর্বল যে অনুসন্ধান কার্যক্রম চালানো যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১১