ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বেলজিয়ামে বোরকা নিষিদ্ধ আইন কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১১
বেলজিয়ামে বোরকা নিষিদ্ধ আইন কার্যকর

ব্রাসেলস: বেলজিয়ামে জনসম্মুখে নারীদের বোরকা পরা নিষেধ করে এসংক্রান্ত আইন কার্যকর শুরু হয়েছে।

ইউরোপে ফ্রান্সের পর বেলজিয়াম দ্বিতীয় দেশ, যেখানে এ ধরনের আইন কার্যকর হলো।

এ আইন ভঙ্গ করলে ১৯৭ মার্কিন ডলার জরিমানা বা সর্বোচ্চ সাতদিনের কারাদ- দেওয়া হবে।

তাৎক্ষণিকভাবে দুইজন নারী আদালতের এ রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছেন। তাদের অভিযোগ, এ আইন বৈষম্যমূলক।

ইউরোপের সবচেয়ে মুসলিম অধ্যুষিত দেশ ফ্রান্স গত এপ্রিলে এ ধরনের আইন কার্যকর করে।

পার্ক বা রাস্তায় পরিচয় গোপন করা যায় এমন পোশাক পরতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আইনে। চলতি বছর এপ্রিলে বেলজিয়ামের পার্লামেন্টের নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের ভোটে আইনটি পাস করা হয়।

ওই দুই নারীর পক্ষের আইনজীবী ইনেস উটারস বলেন, ‘আমরা আইনকে ধর্মীয় ও বাক স্বাধীনতার ক্ষেত্রে বৈষম্যমূলক হিসেবে বিবেচনা করছি। ’

বেলজিয়ামের সাংবিধানিক আদালতে আইনটি চ্যালেঞ্জ করে দায়ের করা মামলাটি নেওয়া হয়েছে। এখানে আইনটি স্থগিতের আবেদন জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।