ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

মিউনিখে শপিং মলে হামলায় একাধিক বন্দুকধারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
মিউনিখে শপিং মলে হামলায় একাধিক বন্দুকধারী

ঢাকা: জার্মানির বাভারিয়া রাজ্যের রাজধানী মিউনিখের একটি শপিং মলে হামলায় একাধিক (৩ জন) বন্দুকধারী অংশ নেয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এ ঘটনায় শেষ খবর পর্যন্ত ৩ জনের প্রাণহানি ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

এদিকে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, কালো পোশাকে মুখোশধারী বন্দুকধারীরা অলিম্পিয়া-আইনকফজেনট্রাম নামের ওই শপিং মলে হামলা চালায়। এ সময় তারা বন্দুকধারীদের দ্রুত পালিয়ে যেতে দেখেন।

এর আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বন্দুকধারী মলটির আন্ডারগ্রাউন্ড ব্যবহার করে পালিয়ে যেতে সক্ষম হয়।

সন্দেহভাজন ওই বন্দুকধারীদের সন্ধানে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ। এজন্য বাসিন্দাদের সবাইকে বাড়ির ভেতরে অবস্থানের অনুরোধ জানানো হয়েছে।

ঘটনার পর মিউনিখের প্রধান রেলস্টেশন, মেট্রো ও বাস ট্রান্সপোর্ট বাতিল করা হয়েছে।

আর ঘটনাটিকে ‘সম্ভাব্য সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে মিউনিখ পুলিশ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।